সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন টার্মিনাল নির্মাণ কাজে ধীরগতিতে অসন্তোষ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে বিমানবন্দরের উন্নয়ন কাজ পরিদর্শন করেন তিনি।
এ সময় মন্ত্রী বলেন, কাজে কেনো ধীরগতি তা খতিয়ে দেখা হবে। বাংলাদেশে কাজের সময় বৃদ্ধি করা হয় অতিরিক্ত টাকা হাতিয়ে নেয়ার জন্য। কিন্তু চাইনিজদের এটা করার কথা নয়। তাদের মানসিকতা এমন নয়। তবুও কেনো কাজে ধীরগতি সেটা বোধগম্য নয় বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।
এর আগে, প্রকল্প পরিচালক কাজের অগ্রগতির চিত্র তুলে ধরেন। মূল প্রকল্পের ৩৩ মাস মেয়াদের মধ্যে ২৬ মাসে কাজ শেষ হয়েছে মাত্র ২০ শতাংশ।
/এসএইচ
Leave a reply