আটা ও ডিম ছুড়ে স্পেনের ইবিতে চলছে মজার ‘যুদ্ধ’

|

সামরিক পোশাক পরিহীত দুটি দলের মধ্যে চলছে যুদ্ধ। তবে কোনো আগ্নেয়াস্ত্র নয়, অস্ত্র হিসেবে সেখানে ব্যবহৃত হচ্ছে ১০ হাজার ডিম ও ৬০০ কেজি ময়দা। স্পেনের ছোট্ট শহর ইবিতে হয়ে গেলো এমন এক মজার আয়োজন। খবর ইউরো নিউজের।

ডিম ও ময়দা ছোড়ার মজার এই প্রতিযোগিতা স্পেনের ভ্যালেন্সিয়ার ছোট্ট শহর ইবির ২০০ বছরের পুরনো ঐতিহ্য। এটি মূলত একটি প্রাচীন রোমান প্রথা, যা এলস এনফারিন্টাস নামেও পরিচিত। সেনাবাহিনীর পোশাক পরে অংশগ্রহণকারীরা একে অপরের দিকে ডিম ও ময়দা ছুড়ে মারেন। অঞ্চলটির মেয়রও অংশ নেন এ আয়োজনে।

প্রতি বছরের ২৮ ডিসেম্বরকে পবিত্র দিন হিসেবে বিবেচিত হয় ২৩ হাজার জনগোষ্ঠীর এ শহরটিতে। আর সেদিনই আয়োজিত হয় প্রাচীন উৎসব। ইবির মেয়র রাফায়েল সেরাল টা বলেন, ২০০ বছরের প্রাচীন উৎসব। খুব মজার। আর আমার পছন্দের বিষয়টি হলো, অংশগ্রহণকারীরা লড়াইয়ের সময় শহরের নানা অসঙ্গতি তুলে ধরেন।

নিয়ম ভঙ্গের জন্য জরিমানার ব্যবস্থাও আছে। সে অর্থ যায় চ্যারিটিতে। অনুষ্ঠান শেষে আতশবাজি ফাটানো হয়। প্রতিযোগিতায় বিজয়ীকে একদিনের জন্য শহরের প্রতীকী মেয়রের দায়িত্ব দেয়া হয়।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply