বিএনপির গণমিছিলের প্রতি সমর্থন জানিয়ে গণতন্ত্র মঞ্চের সমাবেশ

|

গণতন্ত্র মঞ্চের মিছিল।

নাগরিক অধিকার কেড়ে নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয়। সরকারের স্মার্ট বাংলাদেশের স্লোগানকে প্রতারণাপূর্ণ বলে মনে করেন গণতন্ত্র মঞ্চের নেতারা। শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে বিএনপির গণমিছিলের প্রতি সমর্থন জানিয়ে সমাবেশ করে নতুন এ রাজনৈতিক জোট।

সমাবেশে নেতারা বলেন, রংপুরের নির্বাচনে হেরে সরকার জামানত হারানোর যুগে প্রবেশ করেছে। আওয়ামী লীগ সরকারের পতনের ঘণ্টা বেজে গেছে দাবি করে বৃহত্তর ঐক্যের মাধ্যমে গণঅভ্যুত্থান গড়ে তুলে সরকারকে ক্ষমতা থেকে সরানো হবে বলেও জানান জোটের নেতারা।

এসময় ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার ও শাসনব্যবস্থা পরিবর্তনে দাবিসহ গ্রেফতার হওয়া সকল নেতাকর্মীদের মুক্তি দাবি জানায় গণতন্ত্র মঞ্চ। ২০১৮ সালের একাদশ সংসদের নির্বাচনকে কলোদিন হিসেবে অবহিত করে নির্বাচন ব্যবস্থার সংস্কারসহ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিও করেন নেতারা।

সমাবেশ শেষে জাতীয় প্রেসক্লাব থেকে মিছিল বের করে কাকরাইল মোড় গিয়ে মিছিল শেষ করে গণতন্ত্র মঞ্চ। সমাবেশ থেকে সকল রাজবন্দীর মুক্তির দাবিতে আগামী ১১ জানুয়ারি সকল বিভাগে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয় গণতন্ত্র মঞ্চ।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply