হরমজু প্রণালীতে ইরানের নৌবাহিনীর মহড়া

|

ছবি: সংগৃহীত

হরমজু প্রণালীতে বিশাল মহড়া শুরু করেছে ইরানের নৌবাহিনী। এই মহড়ার নাম দেয়া হয়েছে ‘জুলফিকার-১৪০১’। খবর আরব নিউজ’র।

ইরানের নৌবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, ওমান সাগরের দক্ষিণ উপকূল রক্ষার অনুশীলন করছে তারা।

চলমান মহড়া প্রসঙ্গে মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলীরেজা শেখ বলেন, ইরানের নৌবাহিনীর সদস্যরা এই মহড়ায় উন্নত অস্ত্র ও সরঞ্জাম ব্যবহার করছে। তারা অন্ধকারের মধ্যে শত্রুকে মোকাবেলায় আধুনিক প্রতিরক্ষামূলক কৌশল ব্যবহারের অনুশীলন সম্পন্ন করেছে।

এই মহড়ায় বিভিন্ন ধরনের ড্রোন ব্যবহার করা হচ্ছে। মহড়ায় মোহাজের-৬ সহ কয়েকটি উন্নত ড্রোন কাজে লাগানো হয়েছে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply