স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, এটাই বাংলাদেশের অর্জন: প্রধানমন্ত্রী

|

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে বাংলাদেশ। এটাই বাংলাদেশের অর্জন। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৬ সালের মধ্যে বাংলাদেশের উন্নয়নশীল দেশের মর্যাদা কার্যকর করা হবে বলেও জানান তিনি।

রোববার (১ জানুয়ারি) সকালে পূর্বাচলে ২৭তম আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আজ আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছি। কোভিডের কারণে প্রবৃদ্ধি কিছুটা কম। তবে মানুুষের মাথাপিছু আয় বেড়েছে, দারিদ্র্য কমেছে, মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে।

রফতানি পণ্য বহুমুখী করার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, রফতানির নতুন বাজার খুঁজতে হবে। রফতানির পাশাপাশি নিজের দেশের বাজারের দিকেও নজর দিতে হবে। কোভিড ও যুদ্ধের কারণে বিভিন্ন দেশ হিমসিম খাচ্ছে। তবুও বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রয়েছে।

পদ্মা সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র মোকাবেলা করেছি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা দুর্নীতি করতে আসিনি, মানুষের ভাগ্য গড়তে এসেছি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply