ভূমধ্যসাগর থেকে ২৩২ অভিবাসনপ্রার্থী উদ্ধার

|

ভূমধ্যসাগর থেকে ২৩২ অভিবাসনপ্রার্থীকে উদ্ধার করলো লেবাননের নৌবাহিনী এবং জাতিসংঘের শান্তিরক্ষীরা। শনিবার (৩১ ডিসেম্বর) দুই হতভাগ্যের মরদেহও উদ্ধার করা হয়েছে। খবর ওয়াশিংটন পোস্টের।

নিহত নারী ও শিশু সিরীয় বংশোদ্ভুত। বিবৃতিতে জানানো হয়, সমুদ্রপথে ইউরোপের পথে পাড়ি দিতে চাচ্ছিলেন এসব মানুষ। দলটিতে ছিলেন লেবানন, সিরিয়া এবং ফিলিস্তিনের নাগরিক। জাতিসংঘের উদ্ধারকারী দল ইউনিফিল জানিয়েছে, তল্লাশি অভিযানে অংশ নেয় গ্রিক এবং ইন্দোনেশিয়ান জাহাজও।

উদ্ধার পাওয়াদের বক্তব্য অনুসারে জানা গেছে, ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় তারা দুর্ঘটনায় পড়েছিল। এছাড়া অর্থের বিনিময়ে যেসব মানবপাচারকারী তাদের নৌকায় তুলেছিলো, নৌকা থেকে তারাও পালিয়েছে। শীত মৌসুমে সাগর কিছু শান্ত থাকায় অভিবাসনপ্রার্থীদের ইউরোপ পাড়ি দেয়ার প্রবণতা বাড়ে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply