বিএনপির কর্মসূচিতে জনগণ সরকারের প্রতি অনাস্থা জানিয়েছে: ড. মোশাররফ

|

ড. খন্দকার মোশাররফ হোসেন। ফাইল ছবি।

বিএনপির কর্মসূচিতে জনগণ সরকারের প্রতি তাদের অনাস্থা জানিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

রোববার (১ ডিসেম্বর) ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর নয়াপল্টনে ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তেব্যে তিনি এ মন্তব্য করেন। নেতাকর্মীদের উদ্দেশে ড. মোশাররফ বলেন, ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য করতে হবে। রাজপথে থাকতে হবে, ফয়সালা করতে। সরকারকে বিদায় করার বিকল্প নেই। ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে গণঅভ্যুত্থানে সরকারকে বিদায় করতে হবে।

যতই নির্যাতন, কারারুদ্ধ করুক বিএনপির আন্দোলন থামেনি উল্লেখ করে তিনি আরও বলেন, জনগণ রাস্তায় নেমে গেছে, আর সরকারের রেহাই নাই। আগামী দিনে ১০দফা বাস্তবায়নই বিএনপির চ্যালেঞ্জ। এজন্য যত শিগগিরই সম্ভব,সরকারকে বিদায় করতে হবে। ১০ দফা বাস্তবায়নের মধ্যে সরকারের পরিবর্তন করতে হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply