বিশ্বকাপে বাড়িতে ফেরত পাঠানো সেই রেফারির আবারও কার্ডের ফুলঝুরি

|

ছবি: সংগৃহীত

বছরের শেষ ম্যাচে কাতালান ডার্বিতে মুখোমুখি বার্সেলোনা ও এস্পানিওল। ন্যু ক্যাম্পে উত্তাপ ছড়ানো ম্যাচ দুই দলই শেষ করেছে ১০ জন নিয়ে এবং ড্র হয়েছে ১-১ গোলে। কাতালুনিয়ান ডার্বিতে ম্যাচে পরিচালনায় ছিলেন কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচের রেফারি আন্তোনিও মাতেও লাহোজ। কোয়ার্টার ফাইনালে বিতর্কিত ম্যাচের পর তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছিল ফিফা। সেই লাহোজ এবারও কার্ডের ফুলঝুরি দেখান। গোটা ম্যাচে দুটি লাল কার্ডসহ ১৫ বার কার্ড বের করেছেন তিনি।

কাতালুনিয়ান ডার্বিতে বার্সেলোনার কোচ সহ ৮ জন খেলোয়াড় কার্ড দেখেন অন্যদিকে এস্পানিওলের খেলোয়াড়রা দেখেন ৭ টি কার্ড। ম্যাচ শেষে বার্সা কোচ জাভি হার্নান্দেজ আবারও আন্তোনিও মাতেও লাহোজের ম্যাচ পরিচালনার ধরণ ওপর ক্ষোভ প্রকাশ করেন।

এর আগে, বিশ্বকাপে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনাল ম্যাচে রেফারি লাহোজ দুই দল মিলিয়ে ১টি লাল কার্ড ও ১৮টি হলুদ কার্ড দেখিয়েছিলেন। এর মধ্যে আর্জেন্টিনা দলকেই দেখানো হয়েছিল ১০টি হলুদ কার্ড।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply