স্থপতি মোবাশ্বের হোসেন মারা গেছেন

|

বিশিষ্ট স্থপতি ও বীর মুক্তিযোদ্ধা মোবাশ্বের হোসেন। ছবি : সংগৃহীত

বিশিষ্ট স্থপতি ও বীর মুক্তিযোদ্ধা মোবাশ্বের হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।

বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউট তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। মোবাশ্বের হোসেন বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউটের সাবেক সভাপতি ছিলেন। এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক ও ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সাবেক সভাপতি। সম্মিলিত ক্রীড়া পরিবারের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন তিনি। দেশের ক্রীড়াঙ্গন নানা অনিয়মের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন এই ক্রীড়া সংগঠক।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply