নববর্ষের উৎসব উদযাপন করতে গিয়ে নয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। উগান্ডার কাম্পলার এক আয়োজনে হুড়োহুড়িতে পায়ের নিচে চাপা পড়ে তাদের মৃত্যু হয়। খবর দ্য গার্ডিয়ানের।
রোববার (১ জানুয়ারি) রাজধানীর একটি মলে আতশবাজি দেখতে হাজির হয় হাজারো মানুষ। কনসার্টসহ নববর্ষের আয়োজনের জন্য জনপ্রিয় মলটি। প্রত্যক্ষদর্শীরা জানায়, ধারণক্ষমতার অতিরিক্ত মানুষ জড়ো হয় ঘটনাস্থলে। ফলে এক পর্যায়ে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। ভিড়ের মধ্যে ঠেলাঠেলি, হুড়োহুড়িতে পড়ে যায় শিশুসহ অনেকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জনের। হাসপাতালে নেয়ার পর মারা যায় আরও চার জন।
এদিকে, অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে অব্যবস্থাপনা ও দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও কাউকে আটক করা হয়নি।
এসজেড/
Leave a reply