১২ কেজি এলপি গ্যাসের দাম কমলো ৬৫ টাকা

|

দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজি সিলিন্ডারের এলপিজির সর্বোচ্চ খুচরা মূল্য ১ হাজার ২৯৭ টাকা থেকে ৬৫ টাকা কমিয়ে ১ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিইআরসির চেয়ারম্যান মো. আবদুল জলিল সোমবার (২ জানুয়ারি) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এলপি গ্যাসের নতুন এ দাম ঘোষণা করেন। আজ থেকেই এ দাম কার্যকর হবে।

এর আগে, ডিসেম্বর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৫১ টাকা থেকে ৪৬ টাকা বাড়িয়ে ১ হাজার ২৯৭ টাকা নির্ধারণ করা হয়েছিল।

উল্লেখ্য, চলমান বৈশ্বিক অস্থিরতার মধ্যে বেশ কয়েক মাস ধরেই দেশের বাজারে অস্থিরতার মধ্যে রয়েছে জ্বালানির দাম।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply