ময়মনসিংহ ব্যুরো:
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে ঘর পাইয়ে দেয়ার কথা বলে ৪২ জন ভূমিহীন ও দুঃস্থ ব্যক্তির কাছ থেকে প্রায় ৩ লাখ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের মূল হোতাকে আটক করেছে র্যাব।
রোববার (১ জানুয়ারি) রাতে সদরের বানারপাড় এলাকা থেকে প্রতারক জামান মিয়াকে আটক করা হয়। সোমবার (২ জানুয়ারি) দুপুরে নগরীর আকুয়া বাইপাস র্যাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১৪ এর উপ অধিনায়ক মেজর শিশির মো. তালুকদার।
তিনি জানান, দীর্ঘদিন ধরে গ্রামের নিরীহ মানুষের কাছ থেকে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেয়ার কথা বলে অর্থ আত্মসাৎ করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে প্রতারক জামান মিয়া। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এএআর/
Leave a reply