২০২৩ সালেই বর্তমান সরকারের পতন হবে। এ বছরই মুক্তির হাসি হাসবে সাধারণ মানুষ, পুনরুদ্ধার হবে দেশের হারানো গণতন্ত্র; এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
রোববার (২ জানুয়ারি) ঢাকা মহানগর উত্তর বিএনপির আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বিএনপি ঘোষিত ২৭ দফা নিয়ে দলটির এ নেতা বলেন, বর্তমান পরিস্থিতি থেকে দেশকে রক্ষা করতে হলেও ২৭ দফা বাস্তবায়নের কোনো বিকল্প নেই।
গত মাসের শেষ দিকে সাংবিধানিক সংস্কারে কমিশন গঠন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রাখাসহ নানা প্রস্তাব রেখে রাষ্ট্র মেরামতে ২৭ দফা ঘোষণা করে বিএনপি। সেসবের ব্যাখা, বিশ্লেষন জানাতে ২ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত সারাদেশে কর্মসূচি পালন করছে দলটি। সোমবার প্রথম দিনে নেতাকর্মীদের বিস্তারিত জানায় ঢাকা মহানগর উত্তর বিএনপি। এই কর্মসূচিতে ২৭ দফার বাস্তবতা ও উপযোগিতা তুলে ধরেন ড. খন্দকার মোশাররফ হোসেন।
/এমএন
Leave a reply