পুলিশ সপ্তাহ-২০২৩ শুরু হচ্ছে আজ মঙ্গলবার (৩ জানুয়ারি)। এ দিনই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ আরও দুই কর্মকর্তাকে দেয়া হবে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)- সাহসিকতা’ পদক। র্যাবে কর্মরত এই দুই কর্মকর্তা হলেন- এলিট ফোর্সটির গোয়েন্দা প্রধান লে. কর্নেল মশিউর রহমান জুয়েল এবং গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন।
এ নিয়ে এবার সব মিলিয়ে ১১৭ জন কর্মকর্তা পাচ্ছেন বিপিএম-পিপিএম। তাদের মধ্যে র্যাবে কর্মরত আছেন ২০ জন। পাশাপাশি ভালো কাজের জন্য পুরস্কার হিসেবে আইজি’স ব্যাজ পাচ্ছেন ৪৫৮ জন পুলিশ সদস্য।
পুলিশ সপ্তাহের এ বছরের প্রতিবাদ্য হলো, ‘বঙ্গবন্ধুর বাংলাদেশে পুলিশ আছে জনতার পাশে’। আগামী ৮ জানুয়ারি পর্যন্ত চলবে পুলিশ সপ্তাহ-২০২৩।
এসজেড/
Leave a reply