শরীয়তপুরে মাইক্রোবাস উল্টে প্রাণ গেল যুবকের, আহত ১

|

ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে মাইক্রোবাসটি।

শরীয়তপুর প্রতিনিধি :

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় একটি মাইক্রোবাস উল্টে কাওসার মাঝি (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের চরবয়রা এলাকার বারেক মাঝির ছেলে। এ সময় মুন্নী নামে এক নারী আহত হয়েছেন।

সোমবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে ডামুড্যা-শরীয়তপুর সদর সড়কের মাঝেরটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শরীয়তপুরের ডামুড্যা এলাকার উদ্দেশে যাচ্ছিল মাইক্রোবাসটি। পথিমধ্যে মাঝেরটেক এলাকায় পৌঁছলে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা খাদের পানিতে উল্টে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে মাইক্রোর ভেতরে থাকা ৭ যাত্রীকে উদ্ধার করেন। পরে আহত অবস্থায় কাওসার ও মুন্নীকে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাওসারকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ডামুড্যা থানার ওসি শেখ শরিফুল আলম বলেন, ঘন কুয়াশার কারণে গভীর রাতে দুর্ঘটনার শিকার হয় মাইক্রোবাসটি। এতে একজনের মৃত্যু হয়েছে। আহত আরেকজনের চিকিৎসা চলছে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply