সেনেগালে অন্তঃসত্ত্বা পার্লামেন্ট সদস্যকে থাপ্পড়, দুই এমপির ৬ মাসের কারাদণ্ড

|

সেনেগালে এক গর্ভবতী পার্লামেন্ট সদস্যকে থাপ্পড় দেয়ার দায়ে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে অপর ২ এমপিকে। খবর আলজাজিরার।

খবরে বলা হয়, গেল ডিসেম্বরে পার্লামেন্টে অধিবেশন চলাকালে বিবাদে জড়ান দেশটির সরকার ও বিরোধী দলীয় এমপিরা। এ সময় এমি নাদিয়ে নামের এক অন্তঃসত্ত্বা এমপিকে থাপ্পড় মারেন আমাদাও নিয়াং ও মাসাটা সাম্ব নামের দুই পার্লামেন্ট সদস্য। এ সময় তাদের দিকে পাল্টা চেয়ার ছুড়ে মারেন নাদিয়ে। বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে পুরো পার্লামেন্টে। স্থগিত করা হয় অধিবেশন।

এ ঘটনায় গ্রেফতার করা হয় আমাদাও নিয়াং ও মাসাটা সাম্বকে। ৬ মাসের জেলসাজার পাশাপাশি তাদের ৮ হাজার ডলার ক্ষতিপূরণ দেয়ারও নির্দেশ দেয়া হয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply