হাইপারসনিক মিসাইল সজ্জিত ফ্রিগেট মোতায়েন করলেন পুতিন

|

ছবি: সংগৃহীত

রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে সামরিক সক্ষমতা জোরদার করতে আটলান্টিক ও ভারত মহাসাগরের দিকে হাপারসনিক মিসাইল সজ্জিত ফ্রিগেট মোতায়েন করেছেন। খবর আল জাজিরা’র।

বুধবার (৪ জানুয়ারি) পুতিন এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং ইগর ক্রোখমাল ফ্রিগেটের কমান্ডার হিসেবে আছেন।

এই প্রতিরক্ষা ব্যবস্থাকে যুদ্ধে নিয়োজিত করার আগে পুতিন বলেন, জাহাজটি অত্যাধুনিক হাইপারসনিক মিসাইল সিস্টেম জিরকনে সজ্জিত যার কোনো জুড়ি নেই।

তিনি আরও বলেন, মাতৃভূমির ভালোর জন্য আমি মনে করে সেনারা তাদের সবটুকু দিয়ে লড়বে। আমি তাদের সাফল্য কামনা করি।

প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেন, ফ্রিগেটটি আটলান্টিক ও ভারত মহাসাগর এবং ভূমধ্যসাগর পাড়ি দেবে।

তিনি আরও বলেন, সমুদ্রে এবং স্থলে শত্রুর বিরুদ্ধে সুনির্দিষ্ট এবং শক্তিশালী হামলা করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রগুলি। এই মিসাইল যেকোনো প্রতিরক্ষা ব্যবস্থা নিমিষেই ধ্বংস করতে পারে এবং এটি ১ হাজার কিলোমিটারের বেশি এলাকা জুড়ে কর্মক্ষম।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply