বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হচ্ছে আজ (৬ জানুয়ারি)। সাতটি ফ্র্যাঞ্চাইজি দল নিয়ে মাঠে গড়াচ্ছে টুর্নামেন্টের নবম আসর। বিপিএলের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। ৪৬ ম্যাচের টুর্নামেন্টে ফাইনাল অনুষ্ঠিত হবে ১৬ ফেব্রুয়ারি।
মিরপুরে আজ বেলা আড়াইটায় উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স। দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সোয়া সাতটায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ রংপুর রাইডার্স।
এবারের আসরে শুক্রবার ছাড়া প্রতিদিন প্রথম ম্যাচ শুরু হবে বেলা ২টা ও দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৭টায়। এছাড়া শুক্রবার দিনের প্রথম ম্যাচ বেলা ২টা ৩০ ও দ্বিতীয় ম্যাচ ৭টা ১৫ মিনিটে শুরু হবে।
বিপিএল নবম আসরে সাত দল ও অধিনায়ক:
ফরচুন বরিশালের : সাকিব আল হাসান
সিলেট স্ট্রাইকার্স : মাশরাফী বিন মোর্ত্তজা
খুলনা টাইগার্স : ইয়াসির আলী রাব্বি
ঢাকা ডমিনেটরস : নাসির হোসেন
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : শুভাগত হোম
কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ইমরুল কায়েস
রংপুর রাইডার্স : নুরুল হাসান সোহান
এদিকে এবারের বিপিএলে নানান অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। তার সাথে একমত পোষণ করেছেন মাশরাফী বিন মোর্ত্তজা।
এএআর/
Leave a reply