পাবনায় তুচ্ছ ঘটনায় রিকশাচালককে গুলি করে হত্যা, কাউন্সিলরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

|

পাবনা প্রতিনিধি:

পাবনার ঈশ্বরদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রিকশাচালক মামুনকে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের করেছে নিহতের পরিবার। মামলায় ঈশ্বরদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড যুবলীগ সভাপতি কামাল হোসেন, তার ভাই আনোয়ার হোসেনসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া ৩-৪ জন অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৫ জানুয়ারি) মধ্যরাতে নিহত মামুনের মা লিপি আক্তার বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলাটি দায়ের করেন। উল্লেখ্য, গত বুধবার (৪ জানুয়ারি) রাতে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে পাবনার ঈশ্বরদী উপজেলা সদরের রেলগেট কড়ইতলা এলাকায় রিকশাচালক মামুন হোসেনকে গুলি করে হত্যা করা হয়। এ সময় গুলি ও ছুরিকাঘাতে আরও দু’জন আহত হয়।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply