লাতিন দেশ পেরু ও বলিভিয়ায় অব্যাহত রয়েছে সরকার বিরোধী বিক্ষোভ আন্দোলন। গত বৃহস্পতিবার পেরুর দক্ষিণ উপকূলের প্রধান মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা। টায়ার জ্বালিয়ে ও ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে ফেলেন তারা। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
তাদের দাবি- বর্তমান প্রেসিডেন্ট ও পার্লামেন্ট সদস্যদের পদত্যাগ করতে হবে। গেল বছরের ডিসেম্বরে প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোকে ক্ষমতাচ্যুত এবং আটকের পর থেকেই অস্থিতিশীল দেশটির পরিস্থিতি। বিক্ষোভ-সহিংসতায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২২ জন।
এদিকে, প্রভাবশালী বিরোধী নেতাকে গ্রেফতারের ঘটনায় বিক্ষোভে উত্তাল রয়েছে আরেক লাতিন আমেরিকার দেশ বলিভিয়া। আন্দোলন চলছে এক সপ্তাহ ধরে। স্থবির সেখানকার বাণিজ্যিক কার্যক্রম, বন্ধ রয়েছে পণ্য সরবরাহের গুরুত্বপূর্ণ রাস্তাঘাট।
ইউএইচ/
Leave a reply