রুশ, সিরীয় ও তুর্কি পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হবে, জানালেন এরদোগান

|

খুব শিগগিরই হতে পারে রাশিয়া, তুরস্ক ও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক। বৃহস্পতিবার (৫ জানুয়ারি)) আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এদিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনালাপ করেন তিনি। আলোচনায় উঠে আসে সিরিয়া ও ইউক্রেন ইস্যু। খবর আল জাজিরার।

প্রেসিডেন্ট এরদোগান বলেন, মি. পুতিনের সাথে আবার কথা হয়েছে। রুশ-ইউক্রেন যুদ্ধ আর তুর্কি-রাশিয়া সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। গত মাসের শেষে মস্কোয় রাশিয়া, সিরিয়া ও তুরস্কের গোয়েন্দা প্রধান ও প্রতিরক্ষা মন্ত্রীদের কথা হয়েছে।

তিনি আরও বলেন, খুব শিগগিরই বৈঠক করবেন তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরাও। আলোচনায় অগ্রগতির ওপর নির্ভর করছে রাষ্ট্রপ্রধানদের সাক্ষাতের বিষয়টি।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply