জিদানকে টানলো না যুক্তরাষ্ট্রের কোচ হওয়ার ‘লোভনীয়’ প্রস্তাব

|

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র পুরুষ ফুটবল দলের হেড কোচ হওয়ার লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিলেন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান। খবরটি প্রথম প্রকাশ করেছিল লে’কিপ; তারপর নিশ্চিত করেছে গোল ডটকম।

জানানো হয়, জিদানের জন্য ব্যক্তিগত এবং ক্রীড়া সম্পর্কিত- উভয় অর্থেই লোভনীয় এক প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র। উচ্চমূল্যের বেতন এবং ২০২৬ বিশ্বকাপে আয়োজক দেশের কোচ হওয়া, কোনোটিই টানেনি এই বিশ্বকাপ জয়ী কিংবদন্তিকে। কোচিং ক্যারিয়ারে কেবল রিয়াল মাদ্রিদের দায়িত্বই পালন করেছেন ‘জিজু’। গোল ডটকম জানায়, দিদিয়ের দেশম ফ্রান্সের সঙ্গে চুক্তি নবায়ন করলেও বিশ্বকাপে নিজ দেশের হয়ে দায়িত্ব পালনের আশা এখনই ছাড়ছেন না জিদান।

আরও পড়ুন: জিদান নয়, আগামী বিশ্বকাপেও ফ্রান্সের দায়িত্বে দেশম

যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সবশেষ হেড কোচ গ্রেগ বার্হল্টারের চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছে গত সপ্তাহেই। তবে তার ব্যক্তিগত একটি মামলার ব্যাপারে তদন্তের উন্নতির দিকে চোখ রাখছে যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশন। এরইমধ্যে, দলটির অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে অ্যান্থনি হাডসনের নাম ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: সৌদি আরবের ফুটবল উন্নতিতে কাজ করতে চান রোনালদো

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply