কোপা দেল রে’তে সহজ প্রতিপক্ষ পেয়েছে বার্সেলোনা; মাদ্রিদের ভিয়ারিয়াল বাধা

|

ছবি: সংগৃহীত

অনুষ্ঠিত হয়েছে কোপা দেল রে’র ড্র। শেষ ষোলোতে প্রতিপক্ষ হিসেবে তৃতীয় বিভাগের দল সেওতাকে পেয়েছে বার্সেলোনা। অন্যদিকে, তুলনামূলক কঠিন প্রতিপক্ষ পেয়েছে রিয়াল মাদ্রিদ। লস ব্ল্যাঙ্কোসদের লড়তে হবে ভিয়ারিয়ালের বিপক্ষে।

কাতালুনিয়ান ক্লাব বার্সেলোনা সহজ প্রতিপক্ষ পেলেও কঠিন পরীক্ষা দিতে হবে রিয়াল মাদ্রিদকে। কার্লো আনচেলোত্তির দলকে কোয়ার্টার ফাইনালে যেতে হলে টপকাতে হবে ভিয়ারিয়ালের বাধা।

অন্যদিকে, চ্যাম্পিয়ন রিয়াল বেটিস খেলবে ওসাসুনার বিপক্ষে। সবচেয়ে সহজ প্রতিপক্ষ পেয়েছে জাভির দল। প্রতিপক্ষ সেওতা তৃতীয় বিভাগের লিগে ২০তম স্থানে আছে। এই মৌসুমে লিগে এখনও পর্যন্ত ১৭ ম্যাচের মধ্যে দলটি জিতেছে স্রেফ ২টি ম্যাচ। শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচগুলি হবে ১৭, ১৮ ও ১৯ জানুয়ারি।

কোপা দেল রে’তে শেষ ষোলোয় ড্র:

সেওতা বনাম বার্সেলোনা

অ্যাথলেটিক ক্লাব বনাম এসপানিওল

দেপোর্তিভো আলাভেস বনাম সেভিলা

লেভান্তে বনাম অ্যাটলেটিকো মাদ্রিদ

রিয়েল বেটিস বনাম ওসাসুনা

রিয়াল সোসিয়েদাদ বনাম মায়োর্কা

স্পোর্টিং গিজন বনাম ভ্যালেন্সিয়া

ভিলারিয়াল বনাম রিয়াল মাদ্রিদ

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply