ভূমধ্যসাগর থেকে আবারও প্রায় শতাধিক অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। শনিবার (৭ জানুয়ারি) লিবিয়ার উপকূলে অভিবাসী দলটিকে উদ্ধার করে এমএসএফ জাহাজ। উদ্ধার কাজে সহায়তা করে মেডিকিন্স সানস ফ্রন্টিয়ারের একটি অনুসন্ধান ও উদ্ধারকারী জাহাজও। খবর কাতার ট্রিবিউনের।
উদ্ধারকারী দলের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি ছোট ডিঙ্গিটিতে শিশুসহ অন্তত ৭৩ জন অভিবাসী ছিলেন। অভিবাসীদের উদ্ধারকারী জাহাজে ফিরিয়ে এনে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। তাদেরকে কোন বন্দরে নামানো হবে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ না করা পর্যন্ত তারা উদ্ধারকারী জাহাজেই থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে গত শুক্রবারও ইতালীয় দ্বীপ থেকে প্রায় ৩৮ মাইল দূরে নৌকাডুবির ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে অন্তত ৩ জন। ইউরোপীয় দেশগুলোকে অভিবাসীদের উদ্ধার ও অনুসন্ধানের পাশাপাশি নিরাপদ অ্যাক্সেস চ্যানেল তৈরির বিষয়ে সহায়তা করার আহ্বান জানায় উদ্ধারকারী দল।
এসজেড/
Leave a reply