বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পদে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে চুক্তিভিক্তিক নিয়োগে দেড় বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে। বর্তমানে তিনি একই পদে কর্মরত রয়েছেন।
সরকারি চাকরির বিধি অনুযায়ী ৫৯ বছর বয়স পূর্ণ হওয়ায় বর্তমান আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা আগামী ১১ জানুয়ারি। তবে, সোমবার (৯ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, অবসরোত্তর ছুটি ও তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে ১২ জানুয়ারি ২০২৩ থেকে ১১ জুলাই ২০২৪ তারিখ পর্যন্ত অথবা যোগদানের তারিখ থেকে এক বছর ছয় মাস মেয়াদে বাংলাদেশ পুলিশের পুলিশ মহাপরিদর্শক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
উল্লেখ্য, আইজিপি পদে এই প্রথম কাউকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো।
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন গত বছরের ৩০ সেপ্টেম্বর আইজিপির দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
/এমএন
Leave a reply