চীনের হেনান প্রদেশে একই সাথে করোনা আক্রান্ত প্রায় সবাই

|

করোনার প্রকোপে এখন ধরাশায়ী অবস্থা চীনের। প্রতিদিন করোনা শনাক্তের সংখ্যা বেড়েই চলেছে। এরই মধ্যে জানা গেলো চীনের হেনান প্রদেশে প্রায় সকলেই করোনা আক্রান্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় স্বাস্থ্য বিষয়ক কর্তৃপক্ষ। খবর বিবিসির।

সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। সেখানে জানানো হয়, হেনান প্রদেশে ৮ কোটি ৮৫ লাখ মানুষ করোনা আক্রান্ত। এটি ওই অঞ্চলের মোট জনসংখ্যার প্রায় ৯০ শতাংশ। অবশ্য কবে তারা করোনা শনাক্ত হয়েছে সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, গত কয়েক সপ্তাহের মধ্যেই প্রদেশটির সিংহভাগ বাসিন্দা করোনা আক্রান্ত হয়েছে।

অবশ্য চীন দেশটির করোনা পরিস্থিতি নিয়ে যথেষ্ট তথ্য সরবরাহ করছে না বলে অভিযোগ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সম্প্রতি এক টুইট বার্তায় সংস্থাটির মহাসচিব জানান, চীনের করোনা পরিস্থিতি নিয়ে যথেষ্ট তথ্য পাচ্ছি না আমরা। দেশটির জনগণ এবং বিশ্বের সাধারণ মানুষের স্বার্থেই করোনার যথাযথ তথ্য সামনে আনা উচিত চীনের।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply