এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবছর ১০টি শিক্ষাবোর্ডে পাশের হার ৬৬ দশমিক ৬৪ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ২৯ হাজার ২৬২ জন। আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরে প্রধানমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে ফলাফল প্রকাশ করেন।
প্রকাশিত ফলাফলে দেখা গেছে, মাদ্রাসা বোর্ড পাসের হার ৭৮ দশমিক ৬৭ শতাংশ। এ বোর্ডে জিপিএ ফাইভ পেয়েছে ১ হাজার ২৪৪ জন। কারিগরি শিক্ষাবোর্ডে পাশের হার ৭৫ দশমিক ৫০ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছে ২ হাজার ৪৫৬ জন।
এদিকে গত বছরের তুলনায় এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার ও জিপিএ ফাইভ কমেছে। গতবার পাশের হার ছিলো ৬৮ দশমিক ৯১ শতাংশ। ২ দশমিক ২৭ ভাগ পাশের হার কমেছে। আর জিপিএ ফাইভ পেয়েছিলো ৩৭ হাজার ৯৬৯ জন।
গত ২ এপ্রিল শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা শেষ হয় ১৪ মে। পরদিন থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে চলে গত ২৪ মে পর্যন্ত। এ বছর এইচএসসি পরীক্ষায় ১০ বোর্ডে মোট ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
Leave a reply