স্টাফ করেসপনডেন্ট, রংপুর:
রংপুরের তারাগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের চিকলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, কুমিল্লাগামী তৃপ্তি পরিবহনের একটি বাসের সাথে দিনাজপুরগামী সাইমন পরিবহনের অপর একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় তৃপ্তি পরিবহনের দুই হেলপার আবুল কালাম ও মুসলিম উদ্দিন এবং সাইমন পরিবহনের চালক নিহত হন। নিহত চালকের নাম জানা যায়নি। নিহতদের মরদেহ তারাগঞ্জ হাইওয়ে পুলিশ থানা থেকে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।
এদিকে একই ঘটনায় আহত ১৫ জনকে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। কুয়াশার কারণে ব্রেক ফেইল করে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।
এএআর/
Leave a reply