দাম না কমা পর্যন্ত সুলভ মূল্যে পণ্য দেবে টিসিবি: বাণিজ্যমন্ত্রী

|

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ফাইল ছবি।

দাম না কমা পর্যন্ত সুলভ মূল্যে পণ্য দিয়ে যাবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এক বছরে সরকার ৫ হাজার ২০০ কোটি টাকা ভর্তুকি দিয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁও এলাকায় টিসিবির ভর্তুকিমূল্যে চলতি মাসের পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। বলেন, ফ্যামিলি কার্ড ডিজিটাল করার উদ্যোগ নেয়া হয়েছে। এতে এক পরিবার একাধিক কার্ড নিতে পারবে না। আসন্ন রমজানে সারাদেশে ছোলার পাশাপাশি ঢাকায় খেজুর বিক্রি করবে টিসিবি।

১১০ টাকা লিটারে বোতলজাত সয়াবিন তেল, প্রতি কেজি চিনি ৬০ টাকায় এবং ৭০ টাকায় মসুর ডাল বিক্রি করবে সংস্থাটি। এই দফায় একজন ক্রেতার কাছে এক কেজি চিনি, দুই কেজি মসুর ডাল ও দুই লিটার সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি। সরকারের ভর্তুকি মূল্যের এসব পণ্য ৪২০ টাকার প্যাকেজে নিতে পারবেন পরিবার কার্ডধারীরা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply