বাইডেনের সাবেক কার্যালয় থেকে সরকারি গোপন নথি উদ্ধারের ঘটনায় বিতর্ক

|

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাবেক কার্যালয়ে সরকারি নথি পাওয়ার খবরে তৈরি হয়েছে বিতর্ক। মঙ্গলবার বিষয়টি নিয়ে মুখ খুললেন তিনি। জানান, এমন খবরে নিজেই বিস্মিত হয়েছেন। গোপন নথির বিষয়ে নিজেকে যথেষ্ট দায়িত্বশীল দাবি করে বাইডেন বলেন, তার অ্যাটর্নিরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

গত নভেম্বরে ওয়াশিংটনে বাইডেনের সাবেক ব্যক্তিগত অফিসে তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায় ১০টি সরকারি নথি। পরে তা জাতীয় আর্কাইভসে হস্তান্তর করা হয়। বাইডেন ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন সময়ের কাগজপত্র এগুলো। তার আইনজীবীর দাবি, পরমাণুর মতো কোনো গুরুত্বপূর্ণ বিষয় এসব নথিতে ছিল না।

এমন ঘটনা জানাজানির পর ক্ষোভ ঝাড়েন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এফবিআইয়ের তদন্ত কবে হবে বলে জানতে চান তিনি। গত বছর জানুয়ারিতে ট্রাম্পের মার-এ-লাগোর বাড়ি থেকে ১৫টি বাক্সভর্তি গোপন নথি জব্দ করে এফবিআই।

জো বাইডেন বলেন, সবাই জানেন, আমি গোপন নথিকে গুরুত্বের সাথে বিবেচনা করি। পেনসিলভানিয়ার কার্যালয় পরিষ্কারের সময় আমার আইনজীবীরা কিছু নথি পেয়েছেন, ক্যাবিনেটে লক করা অবস্থায়। যা করা দরকার ছিল সেটাই করেছেন তারা। দ্রুত ন্যাশনাল আর্কাইভে যোগাযোগ করেছেন। এবং নথিগুলো ফিরিয়ে দিয়েছেন। আমি জানিও না ভেতরে কী আছে। তদন্তে পূর্ণাঙ্গ সহায়তা করবো আমরা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply