প্যারিস রেলস্টেশনে ছুরি হামলা, আহত অন্তত ৬

|

এবিসি নিউজ থেকে সংগৃহীত ছবি।

প্যারিস রেলস্টেশনে ধারালো অস্ত্রের হামলায় অন্তত ৬ জন আহত হয়েছে। বুধবার (১১ জানুয়ারি) স্থানীয় সময় সকালে প্যারিসের গার্দে নর্দ এলাকায় এ ঘটনা ঘটে।

রেল স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, হঠাৎ এক ব্যক্তি পকেট থেকে ছুরি বের করে ট্রেনের জন্য অপেক্ষমান যাত্রীদের ওপর হামলা চালায়। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা গুলি করলে আহত হয় হামলাকারী।

গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য কাস্টডিতে নেয়া হয় ওই হামলাকারীকে। এটি কোনো সন্ত্রাসী হামলা কি না সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি প্যারিস পুলিশ ডিপার্টমেন্ট। হামলার কারণ কিংবা হামলাকারীর পরিচয় সম্পর্কেও এখনও বিস্তারিত কিছু জানায়নি তারা।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply