নরসিংদীতে পরিবেশ দূষণের দায়ে ইটভাটার চিমনী গুঁড়িয়ে দেয়া হলো

|

স্টাফ রিপোর্টার, নরসিংদী:

নরসিংদীর মনোহরদীতে পরিবেশ দূষণের দায়ে দু’টি ইটভাটাকে ৩ লাখ করে মোট ৬ লাখ জরিমানা করেছে পরিবেশ অধিদফতরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ জানুয়ারি) বিকেলে এই অভিযান পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার। এসময়, দুইটি ইটভাটারই চিমনী ভেঙে দেয়া হয় এবং বন্ধ ঘোষণা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার জানান, দীর্ঘদিন ধরে পরিবেশের ছাড়পত্র ছাড়াই মনোহরদীর কাচিকাটা এলাকায় ‘মেসার্স কাচিকাটা ব্রিকস’ নামে একটি এবং বড়চাপা এলাকায় ‘মেসার্স একতা ব্রিকস’ আরও একটি মোট ২ টি ইটভাটা অবৈধভাবে পরিচালিত হচ্ছিল। যার দায়ে, ভাটা দু’টিকে ৩ লাখ করে মোট ৬ লাখ টাকা জরিমানার পাশাপাশি চিমনী ভেঙে দেয়া হয় এবং এক্সকেভেটর দিয়ে গুড়িয়ে দেয়া হয়। পরিবেশ সুরক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানায় পরিবেশ অধিদফতর।

এসময়, পরিবেশ অধিদফতর নরসিংদীর উপ পরিচালক শেখ নাজমুল হুদাসহ অন্যান্য কর্মকর্তা, কর্মচারী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply