জিদানকে নিয়ে বিরূপ মন্তব্য করা গ্রায়েতকে সরিয়ে দেয়া হলো পদ থেকে

|

ছবি: সংগৃহীত

জিনেদিন জিদানকে নিয়ে বিরূপ মন্তব্য করা ফ্রান্স ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সভাপতি নোয়েল লে গ্রায়েতকে তার পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। খবর স্কাই স্পোর্টস’র।

প্রতিবেদনে বলা হয়, গ্রায়েতের জায়গায় সভাপতির দায়িত্ব পালন করবেন সহ সভাপতি ফিলিপে দিয়ালো।

দিদিয়ের দেশমকে ২০২৬ পর্যন্ত ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব দেয়ার পর আরএমসি স্পোর্টসকে একটি সাক্ষাৎকার দেন গ্রায়েত। সাক্ষাৎকারে প্রধান কোচের অন্যতম দাবিদার জিনেদিন জিদানকে নিয়ে তিনি বলেন, জিদান যদি আমাকে ফোন করতো, তাহলে কী হতো? নিশ্চিতভাবে কিছুই হতো না। আমি ওর ফোনই তুলতাম না।

জিদান কোথায় কী করবেন, সেটিকে ‘পাত্তা’ দেন না মন্তব্য করে বর্তমান ও সাবেক ফুটবলারদের তোপের মুখে পড়েন তিনি।

একপর্যায়ে দেশটির ক্রীড়ামন্ত্রী এমিলি ওদিয়া-কাস্তেরা গ্রায়েতকে জিদানের কাছে ক্ষমা চাইতে বলেন। সেদিনই তিনি ক্ষমা চেয়ে বিবৃতি দেন।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply