চীন-ভারতের প্রতি ঋণ পরিশোধ সহজীকরণের আহ্বান শ্রীলঙ্কার

|

ঋণ পরিশোধের প্রক্রিয়াকে সহজীকরণের জন্য চীন ও ভারতকে অনুরোধ জানিয়েছে অর্থমন্দায় থাকা শ্রীলঙ্কা। বুধবার (১১ জানুয়ারি) দেশটির কেন্দ্রীয় ব্যাংকের তরফ থেকে আসে এই আহ্বান। খবর রয়টার্সের।

দেশটির গভর্নর পি. নন্দলাল বীরাসিংহে বলেন, প্রতিবেশী দেশগুলো যতো তাড়াতাড়ি আর্থিক নিশ্চয়তা দেবে, ততোই পাওনাদার ও দেনাদার হিসেবে উভয়পক্ষ লাভবান হবে। এর ফলে সাহায্যকারী দেশগুলোর বাধ্যবাধকতা পূরণ সহজ হবে বলে জানান তিনি। কারণ হিসেবে উল্লেখ করেন, দীর্ঘমেয়াদে আর্থিক অস্থিতিশীলতা দেশ ও জনগণের জন্য কল্যাণকর নয়। তাতে বিনিয়োগের আগ্রহ হারাবে ব্যক্তি ও প্রতিষ্ঠান। গেলো বছরই নিজেদের খেলাপি হিসেবে আখ্যা দেয় শ্রীলঙ্কা।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ২০০ কোটি ৯০ লাখ ডলার বেইল আউট বা ঋণছাড়ের ব্যাপারেও জোরালো চেষ্টা চালাচ্ছে। গেলো বছর অর্থনৈতিক ও চরম রাজনৈতিক সংকট ছিল দেশটিতে। গণ-আন্দোলনের চাপে ক্ষমতা ছাড়তে বাধ্য হয় রাজাপাকসে পরিবার।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply