টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমায় এবার রীতিতে বদল আনা হয়েছে। একদিন আগেই শুরু হয়েছে প্রথমপর্বের আমবয়ান। তবে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে কাল শুক্রবার থেকে।
এরই মধ্যে ইজতেমার মাঠে মুসল্লিদের ঢল নেমেছে। দূর-দূরান্ত থেকে আসা মুসল্লিরা অবস্থান নিচ্ছেন ইজতেমা ময়দানে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজটের কারণে অনেকে বাস থেকে নেমে দূর থেকেই হেঁটে আসছেন তুরাগ তীরের দিকে।
তীব্র শীতেও ভোগান্তি পোহাতে হচ্ছে মুসল্লিদের। ইজতেমায় আগতদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। ৩০টি ওয়াচ টাওয়ার ও ৪২০টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। এছাড়া প্রতিটি খিত্তায় সাদা পোশাকে নিয়োজিত রয়েছে পুলিশ ও র্যাব সদস্যরা।
আগামী রোববার (১৫ জানুয়ারি) জোহরের নামাজের পর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরপর ২০ জানুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় ধাপের আয়োজন।
এসজেড/
Leave a reply