আফ্রিকার দেশ মালিতে সশস্ত্র গোষ্ঠীর হামলায় প্রাণ হারালেন কমপক্ষে ১৪ সেনা সদস্য। এ ঘটনায় আরও ১১ জন গুরুতর আহত হয়েছেন। খবর আলজাজিরার।
সামরিক বাহিনীর বিবৃতি অনুসারে, মঙ্গলবার দানসোংগো এলাকায় সেনাবাহিনীর টহল গাড়ি লক্ষ্য করে চালানো হয় দুই দফা হামলা। সেসময়ই ঘটে হতাহতের ঘটনা। বিদ্রোহী কোনো গোষ্ঠী এই আক্রমণের দায় স্বীকার করেনি।
ধারণা করা হচ্ছে- তারা জঙ্গি সংগঠন আল কায়েদা বা আইএস’র মতাদর্শে বিশ্বাসী। পাল্টা জবাবে ওই এলাকায় সাঁড়াশি অভিযান চালায় সেনাবাহিনী। ব্যাপক সংঘাতে প্রাণ হারায় কমপক্ষে ৩১ বিদ্রোহী।
উল্লেখ্য, ২০১২ সাল থেকে মালি এবং চারপাশের আফ্রিকান দেশগুলোতে সশস্ত্র গোষ্ঠীগুলো ত্রাস ছড়াচ্ছে। তাদের নির্মূলে আন্তর্জাতিক সম্প্রদায় অভিযান শুরু করে। তবে গেল বছর সেনা প্রত্যাহার করেছে ফ্রান্স। আগামী বছর সেই তালিকায় যুক্ত হচ্ছে জার্মানি।
ইউএইচ/
Leave a reply