শেখ হাসিনার পাশে থাকার প্রত্যয় মতিয়া চৌধুরীর

|

সংসদীয় গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় সংসদের সদ্য নির্বাচিত উপনেতা বেগম মতিয়া চৌধুরী।

শুক্রবার (১৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। বলেন, সংসদ থেকে যারা পদত্যাগ করেছেন, তারা সংসদীয় গণতন্ত্রের প্রতি আস্থাশীল নয়। তারা জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল নয়। সংসদের বিএনপি ছাড়া আরও রাজনৈতিক দলের প্রতিনিধি আছেন।

গতকাল বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাতে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলটির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মতিয়া চৌধুরীকে সংসদের উপনেতা হিসেবে নির্বাচিত করার সিদ্ধান্ত নেয়া হয়। তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপনেতার পদে মতিয়া চৌধুরীর নাম প্রস্তাব করলে তা সমর্থন করেন সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন।

গত বছরের ১১ সেপ্টেম্বর সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে জাতীয় সংসদের উপনেতার পদটি শূন্য হয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply