লিঙ্গ বৈষম্য ঘোচাতে কেরালার স্কুলে চালু হচ্ছে নতুন নিয়ম, ‘বৈপ্লবিক’ বলছেন বিশেষজ্ঞরা

|

ভারতের কেরালার সব স্কুলে এক নতুন নিয়ম চালু হতে চলেছে। এ নিয়ম অনুযায়ী এখন থেকে রাজ্যের যে কোনো স্কুলের শিক্ষককে স্যার বা ম্যাডাম বলে সম্মোধন করা যাবে না, বলতে হবে ‘টিচার’। এরই মধ্যে রাজ্যের শিশু সুরক্ষা অধিকার কমিশন শিক্ষা দফতরকে নির্দেশ দিয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।

গত বুধবার (১১ জানুয়ারি) শিশু সুরক্ষা অধিকার কমিশনের একটি প্যানেল এ নির্দেশ জারি করে। প্যানেলের দাবি, শিক্ষকদের স্যার বা ম্যাডাম বলে সম্বোধন করলে লিঙ্গ বিভাজনের ধারণাটি স্পষ্ট হয়ে ওঠে। সে ক্ষেত্রে ‘টিচার’ শব্দটি অনেক বেশি লিঙ্গনিরপেক্ষ বলে মনে করেছে ওই প্যানেল।

প্যানেলের দাবি, স্যার বা ম্যাডাম সম্বোধনের ফলে শিক্ষার্থীদের মধ্যে লিঙ্গনিরপেক্ষতার ধারণা তৈরি হচ্ছে না। তাছাড়া এর ফলে শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের দূরত্বও তৈরি হচ্ছে বলে দাবি করেছে কমিশন। তাই ‘টিচার’ শব্দটিই এ ক্ষেত্রে যথোপযুক্ত বলে মনে করেছেন প্যানেলের সদস্যরা।

কেরালার সরকার এ সিদ্ধান্ত চূড়ান্ত করলে তা ‘বৈপ্লবিক’ হবে বলে মনে করছেন শিক্ষাবিদদের একাংশ। এর ফলে শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই লিঙ্গ নিরপেক্ষতার পক্ষে মানসিকতা গড়ে উঠবে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply