বেটিসকে হারিয়ে মাদ্রিদের সঙ্গী বার্সেলোনা

|

ছবি: সংগৃহীত

রিয়াল বেটিসকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে বার্সেলোনা। রোববার (১৫ জানুয়ারি) ফাইনালে বার্সা মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের। ফুটবল প্রেমীরা আরও একবার মুখিয়ে আছেন এল ক্লাসিকো মহারণ দেখার।

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে মুখোমুখি হয় কোপা দেল রে’র চ্যাম্পিয়ন রিয়াল বেটিস ও বার্সেলোনা। ম্যাচের ২৩ মিনিটে বার্সেলোনার হয়ে গোল করেন মিডফিল্ডার পেদ্রি। কিন্তু ভিএআরএ বাতিল হয় সেই গোল। ৪০ মিনিটে অবশ্য লেভানদোভস্কির গোলে ঠিকই এগিয়ে যায় বার্সা। ১-০ গলের লিড নিয়ে বিরতিতে যায় কাতালুনিয়ান জায়ান্টরা।

ছবি: সংগৃহীত

দ্বিতীয়ার্ধেও আক্রমণ বজায় রাখে জাভির শিষ্যরা। তবে ম্যাচের ৭৭ মিনিটে সমতায় ফেরে বেটিস। স্কোর শিটে নাম তোলেন ফরাসি মিডফিল্ডার নাবিল ফেকির। ৯০ মিনিট খেলাটি ১-১ গোলে ড্র থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। ম্যাচের ৯৫ মিনিটে বার্সাকে আরেকবার এগিয়ে দেন আনসু ফাতি। জোরালো শটে জাল খুঁজে পান বার্সার নাম্বার টেন। কিন্তু ম্যাচের ১০১ মিনিটে লরেঞ্জো মরোনের গোলে আবারও বেটিস সমতায় ফেরে। এরপর ১২০ মিনিটের খেলাটিও অমীমাংসিত থাকলে ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে।

যেখানে বার্সেলোনার জার্মান গোলরক্ষক টের স্টেগেন জোড়া শট রুখে দিয়ে বার্সেলোনাকে পৌঁছে দেন ফাইনালে।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply