শ্রীলঙ্কার বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত প্রতিবেদন: বিস্ময়কর সব তথ্য

|

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কেটে গেছে তিন মাস। সমর্থকরা যখন আন্তর্জাতিক আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বুঁদ, তখন আবারও আলোচনায় অস্ট্রেলিয়ায় বসা সেই আসর। বিশ্বকাপে লঙ্কানদের ভরাডুবির কারণ অনুসন্ধানে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ৫ সদস্যের কমিটি গঠন করেছিল। সেই কমিটির তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে পিলে চমকে দেয়া সব তথ্য। সিডনি মর্নিং হেরাল্ডের খবর।

অস্ট্রেলিয়ায় নাকি এক তান্ত্রিকের খপ্পরে পড়েছিল লঙ্কান স্কোয়াডের কয়েক সদস্য। এর মধ্যে চামিকা করুণারত্নের ওপর তান্ত্রিকের প্রভাবটা বোধ হয় একটু বেশিই পড়েছিল! সেই তান্ত্রিকের নির্দেশে তিনি হোটেল রুমে জ্বালিয়েছিলেন তেলের কুপি! সেই সাথে, উপেক্ষা করেন হোটেল কর্তৃপক্ষের অগ্নি দুর্ঘটনার সতর্কবার্তা! যাতে মন্ত্রবলে হলেও যদি একটু ভালো ফলাফল আসে খেলার মাঠে!

লঙ্কান অলরাউন্ডার চামিকা এখানেই থামেননি। বিশ্বকাপে গিয়ে ছবি তোলাকে কেন্দ্র করে তিনি নাকি মারপিটও করেছিলেন। সঙ্গে ছিলেন শ্রীলঙ্কার আরও ছয় ক্রিকেটার। তদন্তে জানা গেছে, টুর্নামেন্ট চলাকালে লঙ্কান খেলোয়াড়রা মেলবোর্নের ক্যাসিনোতেও যায়। তবে টিম ম্যানেজারের দাবি, ক্রিকেটাররা সেখানে খেতে গিয়েছিলেন। কমিটি অবশ্য সেই ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি।

তদন্তে উঠে এসেছে সাবেক লঙ্কান তারকা মাহেলা জয়াবর্ধনের নামও। টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের উপদেষ্টা হিসেবে কাজ করেন তিনি। অস্ট্রেলিয়ায় দলের সাথে গিয়ে বোর্ডের টাকায় সেখানে নিজেই একটি রেস্তোরাঁ খুলেছেন মাহেলা, এমন অভিযোগও আছে প্রতিবেদনটিতে। অনিয়মের শেষটা এখানেও হয়নি। দলের কেউ না হয়েও বিশ্বকাপের সময় বোর্ডের টাকাতেই নাকি অস্ট্রেলিয়া ঘুরতে গিয়েছিলেন সাবেক হাই পারফরম্যান্স ম্যানেজার জেরোম জয়রত্নে।

প্রায় দুই মাসের বিশেষ এই তদন্ত শেষে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি কুসালা সরোজিনি বীরাবর্ধনার নেতৃত্বাধীন কমিটি ৬৩ পৃষ্ঠার প্রতিবেদন তৈরি করেছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচেই নামিবিয়ার কাছে হেরেছিল লঙ্কানরা। যদিও শেষ পর্যন্ত মূলপর্বে পা দেয় দাসুন শানাকার দল। এরপর মূলপর্বে ৫ ম্যাচে ২ জয়ে গ্রুপে চতুর্থ স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল শ্রীলঙ্কা।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply