সাকিবের ঝোড়ো ব্যাটিংয়ে বরিশালের সংগ্রহ ১৭৭, লড়ছেন রিজওয়ান-লিটন

|

ক্রিকইনফো থেকে সংগৃহীত ছবি।

সাকিব আল হাসানের ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১৭৮ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে ফরচুন বরিশাল।

শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৭৭ রান করে বরিশাল। ৪৫ বল খেলে দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৮১ রান করেছেন অধিনায়ক সাকিব আল হাসান। আর, কুমিল্লার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন তানভীর ইসলাম।

ইনিংসের শুরুতেই ওপেনার মেহেদী হাসান মিরাজের উইকেট হারিয়ে বিপাকে পড়ে বরিশাল। তবে অপরপ্রান্ত থেকে লড়াই চালিয়ে যাচ্ছিলেন আনামুল হক বিজয়। এ সময় বিজয়কে সঙ্গ দিচ্ছিলেন ১২ বলে ২১ রান করা চতুরঙ্গ ডি’সিলভা। মিরাজ, বিজয়, ও চতুরঙ্গ আউট হলে লড়াই চালিয়ে যেতে থাকেন সাকিব। এ সময় তাকে সঙ্গ দিচ্ছিলেন ২০ বলে ২৭ রান করা ইবরাহিম জাদরান। আর, সাকিবের ব্যাট থেকে আসে ৪৫ বলে ৮১ রানের এক আগুনঝরা ইনিংস।

কুমিল্লার হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। ৪ ওভারে ৩৩ রান দিয়ে তিনি তুলে নেন ৪টি মূল্যবান উইকেট।

এখন ১৭৮ রানের লক্ষ্যে ব্যাট করছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শেষ খবর পাওয়া পর্যন্ত ২ ওভারে তাদের সংগ্রহ ১৪ রান, কোনো উইকেট না হারিয়ে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply