ফুকুশিমা পারমাণবিক বিদ্যুতকেন্দ্রের তেজস্ক্রিয় পানি সাগরে ছাড়ার চূড়ান্ত ঘোষণা জাপানের

|

সুনামিতে বিধ্বস্ত ফুকুশিমা পারমাণবিক বিদ্যুতকেন্দ্রের প্রায় ১০ লাখ টন তেজস্ক্রিয় পানি সাগরে ছাড়ার ঘোষণা দিয়েছে জাপান। সামনের গ্রীষ্মে বা বসন্তেই বিশাল পরিমাণ এ তেজস্ক্রিয় পানি সাগরে ছাড়া হবে বলে জানিয়েছে জাপান সরকার। বিতর্কিত এ সিদ্ধান্তের ফলে ফের স্থানীয় জেলে সম্প্রদায় এবং ওই অঞ্চলের অন্যান্য দেশের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।

শুক্রবার (১৩ জানুয়ারি) এই ঘোষণা দেয় টোকিও। এ সংক্রান্ত এক বিবৃতিতে বলা হয়, তেজস্ক্রিয় এসব পানি বর্তমানে দেশটির উত্তরপূর্বাঞ্চলের বিশালাকৃতির ট্যাংকে সঞ্চিত আছে। তবে সাগরে ছাড়ার আগে এই পানি থেকে ট্রিটিয়ামসহ দূষিত বিভিন্ন পদার্থ আলাদা করা হবে। পানিতে থাকা রাসায়নিকের পরিমাণ স্বাভাবিক মাত্রায় আনার পর তা সাগরে ছাড়া হবে বলে জানানো হয়েছে।

এদিকে, এরই মধ্যে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা এই পানি সাগরে ছাড়াকে নিরাপদ বলে উল্লেখ করেছে। ২০১১ সালের ১১ মার্চ ভয়াবহ ভূমিকম্প এবং সুনামিতে সৃষ্ট জলোচ্ছ্বাস আঘাত হানে ফুকুশিমায়। বিদ্যুৎকেন্দ্রটির চারটি পারমাণবিক চুল্লি প্লাবিত হয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply