ভারতে লোকসভায় নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোট আজ। দেড় দশক পর দেশটির এ ধরনের ভোটাভুটি হতে যাচ্ছে।
দক্ষিণের দল তেলেগু দেশম পার্টি এ প্রস্তাব আনলেও তাতে সমর্থন জানাচ্ছে কংগ্রেসসহ প্রধান সব বিরোধী দল। তবে, লোকসভার আসন ও ভোটের সমীকরণের ভিত্তিতে ক্ষমতাসীনদের জয়ের সম্ভাবনা প্রবল। অবশ্য, বিজেপি কেবল অনাস্থা প্রস্তাবে উৎরে যেতে নয় দুই-তৃতীয়াংশ সমর্থন পাবার ব্যপারে আশাবাদী।
তবে, জাতীয় নির্বাচনের আগে বিষয়টিকে ঐক্যবদ্ধ শক্তি প্রদর্শনের মঞ্চ হিসেবে দেখছে বিরোধীরা। কংগ্রেসের দাবি, এটা কেবল সরকার উৎখাতের জন্য প্রয়োজনীয় সংখ্যা নয় বরং এই প্রশাসনের দুর্নীতি-অসফলতা প্রকাশের একটি মাধ্যম।
৫৪৩ আসনের লোকসভায় এই মুহূর্তে শূণ্যপদ রয়েছে ৯টি। সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাসে প্রয়োজন ২৬৮ আইনপ্রণেতার সমর্থন। কিন্তু, ক্ষমতাসীন জোটের নিয়ন্ত্রণেই রয়েছে ৩১২ আসন। অন্যদিকে বিরোধীদের আসন সংখ্যা ১৭৮টি।
Leave a reply