রূপগঞ্জে ৫ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

|

রূপগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ সময় একটি কয়েল কারখানা, দুটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানসহ ৫ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন তারা।

রোববার (১৫ জানুয়ারি) দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মারুফের নেতৃত্বে উপজেলার মৈকুলী এলাকায় চালানো হয় এই অভিযান। এ সময় জব্দ করা হয় অবৈধ সংযোগে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম।

তিতাসের সোনারগাঁও আঞ্চলিক বিপণন বিভাগের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী হাসান আহমেদ জানান, গত কয়েক বছরে রূপগঞ্জে অর্ধলক্ষের অধিক অবৈধ গ্যাস সংযোগ চুরি করে নেয়া হয়েছে। গত বছরের শুরু থেকে সেসব সংযোগ চিহ্নিত করে বিচ্ছিন্ন করতে অভিযান করছেন তারা। এরই ধারাবাহিকতায় রোববার দুপুর থেকে বিকাল পর্যন্ত মৈকুলী বাসস্ট্যান্ড এলাকায় উচ্চ চাপ সম্পন্ন গ্যাস পাইপ থেকে নেয়া মৈকুলী, খিদিরপুর, নয়াপাড়া ও খাদুন গ্রামের প্রায় ৩ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত ৫ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বিচ্ছিন্ন করা হয় তিনটি ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানের অবৈধ সংযোগও।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply