মাত্র ১ ভাগ মানুষের হাতে বিশ্বের দুই-তৃতীয়াংশ সম্পদ: অক্সফাম

|

মাত্র এক ভাগ মানুষের হাতে রয়েছে বিশ্বের মোট সম্পদের দুই-তৃতীয়াংশ। ব্রিটেনভিত্তিক আন্তর্জাতিক সংস্থা অক্সফামের প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়। খবর আল-জাজিরার।

সোমবার (১৬ জানুয়ারি) প্রকাশিত হয় সারভাইভাল অব দ্য রিচেস্ট শীর্ষক এই প্রতিবেদন। সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় উত্থাপিত প্রতিবেদনে বলা হয়, মাত্র এক শতাংশ ধনীর হাতে থাকা সম্পদের পরিমাণ প্রায় ৪২ ট্রিলিয়ন ডলার। ৯৯ শতাংশ মানুষের যে সম্পদ রয়েছে, তার প্রায় দ্বিগুণ সম্পদ রয়েছে ওই ধনীদের পকেটে।

প্রতিবেদনে বিলিয়নিয়ারদের মুনাফার হারের কথাও তুলে ধরা হয়। বলা হয়, ধনকুবেররা প্রতিদিন গড়ে ২৭০ কোটি ডলার আয় করছেন। এর পাশাপাশি নিম্নআয় ও কর্মীদের দুর্দশার চিত্রও তুলে ধরা হয়। ১৭০ কোটি কর্মী মুদ্রাস্ফীতির সাথে তাল মেলাতে হিমশিম খাচ্ছেন বলে জানানো হয় প্রতিবেদনে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply