লুটপাটের সকল দায় জনগণের ওপর চাপিয়েছে সরকার: ড. মোশাররফ

|

লুটপাট করার জন্যই বিদ্যুতসহ সবকিছুর দাম বাড়িয়েছে সরকার। গণশুনানি না করে বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে। লুটপাটের সকল দায় জনগণের ওপর চাপিয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে তিনি এ দাবি করেন। বলেন, ভোক্তা পর্যায়ে সুদের হার বাড়িয়ে আইএমএফকে খুশি করতে চায় সরকার। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বলেছেন এই দেশে গণতন্ত্র নাই। তারা সুষ্ঠু নির্বাচন চায়।

২৫ জানুয়ারি দেশব্যাপী বিএনপি সমাবেশ করবে ঘোষণা দেন বিএনপির এ নেতা।

এই সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারের দুর্নীতির জন্য জনগণকে বিদ্যুতের উচ্চমূল্য দিতে হচ্ছে। প্রতিনিয়ত জনগণের তহবিল চুরি করছে সরকার। বিভিন্ন খাত থেকে কোটি কোটি টাকা লুটপাট হচ্ছে। নির্যাতন-নিপীড়ন আর হামলা করে আন্দোলন ঠেকানো যাবে না।

দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, সরকারের সাথে রাজপথে ফয়সালা হবে। গয়েশ্বর চন্দ্র রায় জানান, মামলা-হামলা করে জনগণের দাবি দমিয়ে রাখতে চায় সরকার। শত চেষ্টা করেও সরকার টিকিয়ে রাখা যাবে না বলে হুশিঁয়ারি দেন তিনি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply