সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:
নাটোরে পাঁচটি ইটভাটায় অভিযান চালিয়ে ১৯ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। সোমবার (১৬ জানুয়ারি) দিনব্যাপী সদর উপজেলার সেনভাগ ও পন্ডিতগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।
পরিবেশ অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুকুমার সাহা জানান, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না থাকা এবং স্কুলের এক কিলোমিটারের মধ্যে ভাটার অবস্থান থাকায় অভিযানে পাঁচটি ইটভাটা মালিককে অর্থদণ্ড প্রদান করা হয়। তার মধ্যে পন্ডিতগ্রাম এলাকার সিএইচএন, এনকেসি, এসিএইচ এবং আরবিআর ইটভাটাকে চার লাখ টাকা করে এবং সেনভাগ ঘোষপাড়া এলাকার বিটিবি ইটভাটায় তিন লাখ টাকা অর্থদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী পরিবেশ অধিদফতরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার বলেন, ইটভাটা স্থাপন ও নিয়ন্ত্রণ আইন-২০১৩ অনুযায়ী এই দণ্ড প্রদান করা হয়েছে।
ইউএইচ/
Leave a reply