যে শহরের তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রিরও নিচে

|

ছবি: সংগৃহীত

রাশিয়ার পূর্ব সাইবেরিয়ার ইয়াকুৎস্ক শহর। যেটিকে বিশ্বের অন্যতম শীতলতম জনপদ হিসেবে ধরা হয়। জানুয়ারি মাসে এ শহরের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে আসে। বর্তমানে শহরটির তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। খবর এনডিটিভির।

খবরে বলা হয়েছে, শহরটির ক্ষেত্রে জানুয়ারি সবচেয়ে শীতলতম মাস। পৃথিবীর অন্যতম শীতল স্থান হওয়ায় এ শহরের বাসিন্দারা হিমাঙ্কের নিচের তাপমাত্রায় বসবাস করতে এমনিতেই অভ্যস্ত। তবে বর্তমানে মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ায় প্রত্যন্ত এলাকার বাসিন্দারা কিছুটা বিপাকে পড়েছেন।

ইয়াকুৎস্ক শহরের এক বাসিন্দা জানান, যে কেউ এ ঠান্ডার সঙ্গে লড়াই করতে পারবেন না। তাই হয় মানিয়ে নিতে হবে, সে অনুযায়ী পোশাক পরতে হবে, নয়তো কষ্ট ভোগ করার প্রস্তুতি রাখতে হবে।

প্রসঙ্গত, ২০১৮ সালে শহরটিতে ব্যাপক ঠান্ডা অনুভূত হয়েছিল। ওই বছর চোখের পাপড়ি পর্যন্ত ঠান্ডায় জমে গিয়েছিল বলে জানান বাসিন্দারা।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply