পারস্য উপসাগরে সামরিক শক্তিমত্তা প্রদর্শন করলো তেহরান

|

ছবি : সংগৃহীত

পারস্য উপসাগরে চোখ ধাঁধানো সামরিক মহড়া চালিয়েছে ইরান। মঙ্গলবার (১৭ জানুয়ারি) এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির রেভ্যুলশনারি গার্ড আইআরজিসি। খবর জেরুজালেম পোস্টের।

ভিডিওতে দেখা যায়- জাহাজ আর ভূমি থেকে ছোঁড়া হচ্ছে মিসাইল। পাশাপাশি ওড়ানো হয়েছে সামরিক ড্রোন। যেগুলো থেকে ঘটছে ভয়াবহ বিস্ফোরণ। ভিডিওটি কবে ও কোথায় ধারণ করা হয়েছে, সে ব্যাপারে স্পষ্ট কিছু জানায়নি তেহরান।

দেশটির গণমাধ্যমের দাবি, ৩০ ডিসেম্বর ইরানের তিন বাহিনী হরমুজ প্রণালীতে চালিয়েছিল যৌথ মহড়া। ইরানের বিরুদ্ধে ইউক্রেনের জোরালো অভিযোগের মধ্যেই চলছে একের পর এক সামরিক শক্তিমত্তা প্রদর্শন। কিয়েভের অভিযোগ করেছে, রণক্ষেত্রে রাশিয়াকে ১৭০০ টিরও বেশি ‘শহিদ ড্রোন’ সরবরাহ করেছে তেহরান।

আইআরজিসির নেভি কমান্ডার আলি রেজা তাংসিরি বলেন, আঞ্চলিক শত্রু আর তাদের ইন্ধনদাতাদের প্রতিরোধ করার ওপরই গুরুত্ব দিচ্ছে নৌবাহিনী। সে কারণেই, মহড়ায় অত্যাধুনিক অস্ত্র-সরঞ্জাম আর রণকৌশল ঝালিয়ে নেয়া হচ্ছে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply