ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুরের কুন্দার পাড়া এলাকায় যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন। আহতদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
শুক্রবার রাত ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর কুন্দার পাড়া নামক স্থানে এ হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা সবাই লেগুনার যাত্রী বলে জানিয়েছেন শিবপুর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ। তবে নিহতের সংখ্যা আরও বাড়ার আশংকা রয়েছে বলে জানান তিনি।
পুলিশ জানায়, এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিলেট থেকে ঢাকা যাচ্ছিল। বাসটি কুন্দারপাড়া নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনা মুখোমুখি সংঘর্ষ হয়। দ্রুতগামী এনা পরিবহনের সঙ্গে ধাক্কা খেয়ে লেগুনার চালকসহ সামনে বসা ৩ জন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেয়ার পর আরও ৩ জনের মৃত্যু হয়।
আহতদের মধ্যে মুমূর্ষু অবস্থায় ১২ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসাপাতালে রাখা হয়েছে।
Leave a reply